[ম্যাক নিউজ ডেস্ক]

ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে রংপুর সিটি করপোরেশনে (রসিক) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

সোমবার রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম ও উপসহকারী পরিচালক এ কে এম নূরে আলম সিদ্দিকের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট কপি সংগ্রহ ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে দুদক টিম। সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ আদনান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে রংপুর সিটি করপোরেশনের কোটি টাকা আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। টিম সরেজমিনে সিটি করপোরেশন পরিদর্শন করে।

জালিয়াতির মাধ্যমে এক কোটি তিন লাখ ১৭ হাজার ৭১২ টাকার ভুয়া বিল উত্তোলনের অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ এবং তা পর্যালোচনা করেছে দুদকের টিম। অভিযোগের পরিপ্রেক্ষিতে নথিপত্রের কপি সংগ্রহ ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে নানা তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য নথি পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে, আজ পাবনা জেলার ফরিদপুর উপজেলাধীন গোপালনগর-নারায়ণপুর সড়ক নির্মাণে ঠিকাদার কর্তৃক নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে পাবনা দুদকের উপসহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। দুদক টিম উক্ত দপ্তর ও প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করে।

পরিদর্শনকালে অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ঠদের সাথে কথা বলে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেন টিমের সদস্যরা। কাজের মান যাচাইয়ে গোপালনগর-নারায়ণপুর সড়কে ব‍্যবহৃত ইটের গুনগত মান সন্তোষজনক নয় বলে টিমের কাছে মনে হয়েছে। এনফোর্সমেন্ট টিম পরে এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দাখিল করবে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *