[ম্যাক নিউজ ডেস্ক]

ছোট পর্দা জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। সম্প্রতি টিপকাণ্ডে শোবিজের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী কপালে টিপ পরে প্রতিবাদ জানিয়েছিলেন। তাদেরকে ‘পাগল বলে’ কড়া সমালোচনা করেছিলেন এই অভিনেতা।

সে নিয়ে শোবিজের মানুষদের সমালোচনার মুখে আছেন সিদ্দিক।

তার মধ্যে আবার নতুন মন্তব্য নিয়ে হাজির ‘গ্রাজুয়েট’খ্যাত এই তারকা। এবার টিপ পরা শিল্পীদের হিজাব পরা ছবি দেখতে চাইলেন সিদ্দিক।

নওগাঁর একটি স্কুলে হিজাব পরে যাওয়ায় কয়েকজন ছাত্রীকে বের করে দেয়ার ইস্যুকে টেনে এনে এ কথা বললেন তিনি।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে ২০ জন ছাত্রীকে লাঠি দিয়ে পেটান ওই বিদ্যালয়ের শিক্ষিকা আমোদিনি পাল। বিষয়টি নিয়ে ফের সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।

এ নিয়ে সবাই প্রতিবাদ করলেও এবার নীরব ভূমিকায় সেই সব অভিনেতা ও অভিনেত্রীরা যারা কয়েকদিন আগেই টিপকাণ্ডে টিপ পরে ছবি ফেসবুকে পোস্ট করে প্রতিবাদে শামিল হয়েছিলেন। তাদের উদ্দেশ্যেই সিদ্দিক নিজের ফেসবুকে লিখেছেন, ‘তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’

অভিনেতা সিদ্দিকুর রহমানের ভাষায়, ‘যেই সব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেনো? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল দুপুরে নওগাঁ উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরে যাওয়ায় ছাত্রীদের মারধর করেন শিক্ষিকা আমোদিনি পাল। মারধরের শিকার হয়ে ছাত্রীরা স্কুল থেকে বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়।

এ ঘটনায় পরে এলাকায় তোলপাড় শুরু হয়। অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওই শিক্ষিকার প্রতি। কয়েক’শ অভিভাবক ঘটনার পরদিন দুপুরে স্কুলে গিয়ে এর প্রতিবাদ জানান এবং সুষ্ঠু বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *