[ম্যাক নিউজ রিপোর্ট:- মোশারফ আলম ময়মনসিংহ প্রতিনিধি]
ত্রিশাল উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নে বীররামপুর উজানপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মতিন মন্ডল আংশিক জমিতে গাজা চাষ শুরু করে। গাছগুলো সেবনের উপযোগী হয়ে যাওয়ার আগেই গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোহাম্মদ আমিনুল হক বিষয়টি জানতে পারে।
আবাদী জমিতে গোপনে চাষ করা ৭৫টি গাঁজা গাছ কেটে আলামত হিসাবে জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন প্রায় ১১কেজি ৫০০ গ্রাম (সাড়ে এগার) বলে জানা যায়।