[ম্যাক নিউজ রিপোর্ট:- আক্কাস আল মাহমুদ হৃদয়।। বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।]
কুমিল্লার বুড়িচং উপজেলার সদরের অফিস সড়কে একটি রেস্টুরেন্টের ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে শ্রমিক মো.ফখরুল ইসলাম(৩০) এর বিদ্যুপৃষ্টে মৃত্যু হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,জেলার বুড়িচং সদরের অফিস সড়কের’নূরজাহান রেস্টুরেন্টের’ একটি অংশে ভবনের নির্মাণের কাজ করার অবস্থায় রড লাগনোর সময় ৩শ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সাথে শক খেয়ে অজ্ঞান হয়ে যায়।তারপর রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ শরীফুল ইসলাম সহ আরো অনেকে ধরাধরি হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
ঘটনাটি ঘটে (১৫ এপ্রিল ২০২২) শুক্রবার সকাল ১১টার দিকে।নিহতের বাড়ি উপজেলার জগতপুর গ্রামের এরশাদ মেম্বারের বাড়ির হেফজু মিয়ার ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতাম চলছে।
জানা যায়, নিহত ফখরুলের পরিবারকে নগত দুই লক্ষ টাকা প্রদান করেন রেস্টুরেন্টের কর্তৃপক্ষ। রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো: শরীফুল ইসলামের ভাই সুমন প্রতিনিধিকে জানান,ফখরুল ইসলাম মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে নিহত হয়েছে।তবে বিদ্যুপৃষ্টে মৃত্যুর বিষয়টি মিথ্যে তিনি দাবি করেন।
অফিস সড়কের দিয়ে মার্কেটগুলোতে ঘেষে ৩শ ভোল্টেজের বৈদ্যুতিক তার টানা হয়েছে।ঝুঁকি নিয়েই ভবনের কাজ করতে হয় এবং এ তারের নিচ দিয়েই মানুষ চলাচল করছে।আবারো এমন ঘটনার সম্ভবনা রয়েছে বলে স্থানীয়রা জানান।
বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান,
অসাবধানতাবশত বিদ্যুপৃষ্টে একজন মারা গেছে।তবুও আমরা মামলা নিয়েছি।বুড়িচং থানাতে একটি অপমৃত্যু মামলা হয়েছে।