[ম্যাক নিউজ :- স্টাফ রিপোর্ট]

কুমিল্লার লাকসামে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ফারুকের দ্বিতীয় ছেলের আকিকা অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তরদা ইউনিয়নের আতাকরা ফারুকের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় ৫জন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলায় আহতরা হলেন- ফারুকের ভগ্নিপতি মীর হোসেন, আওয়ামী লীগ নেতা শহীদ, যুবলীগ নেতা জাফরসহ ৫জন। আইটি ব্যবসায়ী ফারুক আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য পদে রয়েছেন।

দেলোয়ার হোসেন ফারুক বলেন, মঙ্গলবার আমার দ্বিতীয় ছেলে আদ্রিয়ান সিরাজ মোহাম্মদ শক্তির আকিকা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল যোগে আসা সন্ত্রাসীরা আমার ছেলের আকিকা অনুষ্ঠানে হামলা চালায়। তাদের আকিকার খাবারও লুট করে নিয়ে যায়। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আমার প্রতিপক্ষ এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *