[ম্যাক নিউজ রিপোর্ট:- দেবিদ্বার প্রতিনিধি]

কুমিল্লা দেবিদ্বারে যৌতুকের দাবিতে স্বামীর দেয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে ৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গৃহবধূ সাদিয়া মারা গেছেন। শনিবার ( ৩০ এপ্রিল)  ভোর সাড়ে ৪ টায় ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  আইসিইউতে মারা যায় ।

বিষয়টি নিশ্চিত করেছেন, দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি জানান, বিভিন্ন মাধ্যম থেকে শুনিছে সাদিয়া মারা গিয়েছে।   এ ঘটনা আগের মামলার সাথে পরিবার আরেকটি  হত্যা মামলা যোগ করতে পারবে ।বুধবার (২৭) রাতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত স্বামী আসাদ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন পর্যন্ত ঘটনার বিষয়ে মুখ খুলেনি । আমরা তাকে আদালতের মাধ্যমের কারাগারে প্রেরণ করেছি। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযুক্ত আসাদ সরকার গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে। নিহত সাদিয়া একই উপজেলার পদ্মকোট গ্রামের মো. অপুল সরকারের মেয়ে।

নিহত সাদিয়ার ভাই খাইরুল বলেন, ডাক্তারা আপ্রাণ চেষ্টা করেও আমার বোনকে বাঁচাতে পারেনি । সে মৃত্যুর আগের ভিডিও বার্তায় তার স্বামীকে অভিযুক্ত করে জবানবন্দি দিয়েছে । আশা করি গ্রেফতারকৃত আসামীকে কঠোর শাস্তি দেয়া হবে। বর্তমানে সাদিয়ার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।  সন্ধ্যায় কুমিল্লা দেবিদ্বারের গ্রামের বাড়ির পারিবারিক করবস্থানে দাফন করানো হবে।

ঘটনার একদিন পর হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় সাদিয়া ভিডিও বার্তায় বলেছিল , আসাদ আমাকে কয়েকবার বলেছেন যে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করবে। গত ৫ মাস ধরে যৌতুকের জন্য আমাকে শারীরিক নির্যাতন করে আসছেন। আমার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই শুধু বলত, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। টাকা না দেওয়ায় আমার শরীরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয় আমার স্বামী। আমি আগুন নেভানোর চেষ্টা করলেও আমাকে বাঁধা দেওয়া হয়।

প্রসঙ্গত  গত শনিবার (২৩ এপ্রিল) সকালে  উপজেলা সদরের বানিয়াপাড়ার ভাড়া বাসায় সাদিয়া’কে আগুন দিয়ে পুড়িয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠে স্বামীর বিরুদ্ধে ।  ঘটনার দুইদিন পর সাদিয়ার বাবা মো. ফরিদুল আলম অপুল সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বুধবার রাতে আসাদ সরকারকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *