[ম্যাক নিউজ রিপোর্ট:-চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:]
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপি’র কার্যালয় ভাংচুরের প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মিছিলের সমাপ্তি হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন রাখেন বিএনপি নেতা আকতার হোসেন, হারুনুর রশিদ মজুমদার, স্বেচ্ছাসেবক দল নেতা গিয়াস উদ্দিন, যুবদল নেতা নাজমুল হক প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জিএম তাহের পলাশী, গাজী কবির আহমেদ, কাজী জসিম উদ্দিন, এছাক বেপারী, উপজেলা যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক ফখরুল আলম, যুবদল নেতা নূর মোহাম্মদ সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে বক্তারা উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।