[ ম্যাক নিউজ রিপোর্ট:-কুমিল্লা প্রতিনিধি।]
কুমিল্লার রেলস্টেশনে চট্টগ্রামগামী তেলবাহী কন্টেইনার ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা -চট্টগ্রাম ও সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ যায়।
এতে ঢাকা-চট্টগ্রামসহ তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) রাত ১০.২০মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা স্টেশন মাষ্টার মাহবুব রহমান ।
তিনি জানায় চট্টগ্রামমুখী তেলবাহী ট্রেনটির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্রগ্রাম, কুমিল্লা-সিলেট, ঢাকা-নোয়াখালী রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তবে মেরামতে কাজের জন্য পাশের স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন আসছে বলে জানান।
কুমিল্লা রেল স্টেশন সহকারী প্রকৌশলী লিকায়ত আলী বলেন, আনুমানিক প্রায় ঘন্টাখানিক লাগতে পারে।এক উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।