[ম্যাক নিউজ রিপোর্ট:- রুবেল মজুমদার।]
নির্বাচন কোনো যুদ্ধ নয়,পেশি শক্তি ব্যবহার করার নেই। আপনারা পেশি শক্তি দিয়ে নির্বাচনে প্রভাব ফেলবেন না, এ ধরনের অভিযোগ পেলে প্রার্থীতা বাতিল করা হবে।
আপনারা আমাদের উপর আস্থা রাখবেন,কুমিল্লা সিটি নির্বাচন মডেল হিসাবে দৃষ্টান্ত স্থাপন করবো। ইভিএমে পেশি শক্তি দেখানোর সুযোগ নেই,তাই পেশি শক্তি দেখাবেন না।
বরিবার(২৯মে)সকাল নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়ের সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।
তিনি আরো বলেন,নির্বাচনে কোনো ধরনের সংহিতায় হলে নির্বাচন কমিশনার কঠোর হাতে তা দমন করা হবে।প্রার্থীদের আচরণবিধি মানতে হবে।শুধু নির্বাচন কমিশনার দিকে তাকিয়ে থাকলে হবে না প্রশাসনের নিজরাই দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে কোনো প্রকার জাল ভোট,সংহিতা রুখতে আমরা চেষ্টা করবো।
এসময় নির্বাচন রির্টানিং অফিসার মো.শাহেদুন্নাবী চৌধুরী বলেন,আচরণবিধি ব্যাপারে প্রার্থীদের খুবই সর্তক থাকতে হবে। যারা আচরণবিধি ভাঙ্গবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।নির্বাচনের পরবর্তী ৭২ ঘন্টায় কোনো মিছিল শোভাযাত্রা করা যাবে না।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো আলমগীর হোসেন,নির্বাচন কমিশনারের যুগ্মসচিব ফারহাদ আহাম্মদ খান,
মতবিনিময় সভা সভাপতিত্ব করেন মোহাম্মদ কামরুল হাসান। কুসিক সিটি নির্বাচনের রির্টানিং অফিসার মো.শাহেদুন্নাবী চৌধুরী, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। কুমিল্লায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো দুলাল তালুকদার।
পরে মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা প্রধান কমিশনার কমিশানের কাছে বিভিন্ন অভিযোগ ও দাবি দাওয়া জানান।
কুসিকের নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত উপস্থিত না থাকলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রতিনিধি কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ উল্লাহ খোকন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার ইসলামি আন্দোলনের মেয়র মনোনীত প্রার্থী মাও.রাশেদুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী কামরুল আসছান বাবুল।