[ম্যাক নিউজ ডেস্ক]

মারা গেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ (কেকে)। কলকাতায় গুরুদাস মহাবিদ্যালয়ের নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ হওয়ার কিছু সময় পর মৃত্যুবরণ করেন ৫৪ বছর বয়সী এ শিল্পী। খবর আনন্দবাজারের।

জানা যায়, মঙ্গলবার (৩১ মে) রাতে নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে হোটেলে ফিরেছিলেন তিনি। সেখানে অনেকেই তার সাথে ছবি তুলতে চাইলেও কেকে ছবি তুলতে চাননি। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখান থেকে কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

কেকের হঠাৎ মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই শিল্পীর। মৃত্যুর কারণ জানতে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালামসহ বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন কেকে। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে জারা সা, দিল ইবাদত, কেয়া মুঝে পেয়ার হে, তুহি মেরি সাব হে, বিতে লামহে, আখোমে তেরি আজাবসি ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *