[ম্যাক নিউজ রিপোর্ট:- জহিরুল হক বাবু কুমিল্লা।]

কর্মী সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। ছবি: আজকের পত্রিকা
বিএনপি একটি প্রতারক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবারচর এলাকায় একটি রেস্টুরেন্টে কর্মী সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘এর মধ্যেই তারা নানান সময় নানান কথা বলেন। সকালে এক রকম বিকেলে আরেক রকম কথা বলেন। বিভিন্ন কথা ও মিথ্যাচার করতে করতে বাংলাদেশের কাছে একটি প্রতারক দল হিসেবে তারা চিহ্নিত হয়েছে।’

হানিফ আরও বলেন, ‘বিএনপি বলছে নির্বাচনে অংশ নিবে না, কিন্তু তারা বিভিন্ন জায়গায় নির্বাচনের ঠিকই অংশ নিচ্ছে। এটা আসলে জনগণের সাথে প্রতারণা করার শামিল।’

তিনি আর বলেন, ‘এই দলটার জনগণের কাছে ভোট চাওয়ার মতো কোনো ধরনের আপিল নেই। বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে এ দেশের সম্পদ লুট করেছিল। সে সময় আওয়ামী লীগের ওপর নির্যাতন চালিয়ে সারা দেশে প্রায় ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছিল।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের বিসয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের কাজে আসেনি, আমি সাংগঠনিক কাজে এসেছি। কারণ আগামী ডিসেম্বরে জাতীয় কাউন্সিল কাউন্সিলকে কেন্দ্র করে বিভিন্ন থানা, ইউনিয়ন, উপজেলা এবং জেলা কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের কারণে আমরা সাংগঠনিক কাজ করতে পারতেছি না। তাই আজ সিটির বাইরে কর্মীদের নিয়ে আলোচনা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *