[ম্যাক নিউজ রিপোর্ট :-মোশারফ আলম ময়মনসিংহ]

সোমবার সকাল পৌঁনে এগারটার দিকে এই অগ্নিকান্ডের পুড়ে যায় মার্কেটটির ৬ টি দোকান। মার্কেটটির দ্বিতীয় তলায় ছিল বাচ্চাদের খেলনা,

সাইকেল ও গাড়ি গুদামজাত করা থাকত। তবে মার্কেটের স্টার সাইকেলের দোকান ও গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। হঠাৎ আগুন লাগার ঘটনায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার

এঘটনায় এখনি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন সম্ভব নয় বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার স্টেশনের উপ-সহকারি পরিচালক নিয়াজ আহমেদ। তিনি আরও বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা ও সংকীর্ণ রাস্তার কারণে আগুণ নেভানো ছিল ফায়ার সার্ভিসের জন্য এক ধরণের চ্যালেঞ্জ । সার্ভিসের ৪টি টিম ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছরে গাঙিনাপাড় এলাকায় একাধিক অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও দ্রুত আগুন নেভানোর জন্য পানির সহজলভ্যতাসহ কোন উদ্যেগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *