[ম্যাক নিউজ:-রিপোর্ট নিজস্ব প্রতিবেদক]
গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডাঃ তাহ্সীন বাহার সূচনা । শুক্রবার ডাঃ তাহ্সীন বাহার সূচনা থাইল্যান্ডের রয়াল আর্মি ক্লাব ব্যাংককে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট আয়োজিত “গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট এন্ড এ্যাওয়ার্ড -২০২২” এর দ্যা ইমার্জিং লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২’ গ্রহণ করেন।
বিশ্বের ১০০ দেশের সমন্বয়ে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট গঠিত, এবার সামিটে অংশগ্রহণ করে বিশ্বের ৩৩ টি দেশ।
তিনি বলেন “যে কোন কাজেই তরুনদের অংশগ্রহন সেই গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন ডাঃ তাহ্সীন বাহার সূচনাক্ষেত্রকে আরো সমৃদ্ধ করে ,একই ভাবে সামাজিক ও মানবিক কাজও তার ব্যতিক্রম না । এই ধরনের সামিটের মাধ্যমে মানবিক ও সামাজিক কাজের পরিধি বৃদ্ধি পায় । মানবিক কাজের সঠিক মূল্যয়ন একদিন গড়ে তুলবে একটু মানবিক পৃথিবী “
গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আরিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে থাইল্যান্ডের শিক্ষা উপমন্ত্রী কালায়া সফনপানিচ, ইউনাইটেড পিস কিপার্স ফেডারেল কাউন্সিলের প্রেসিডেন্ট আফিনিতা চাই চানা সহ বিশ্বের ৭ টি দেশের এম্বেসেডর সেখানে উপস্থিত ছিলেন ।