[ম্যাক নিউজ রিপোর্ট:-এমদাদুল হক সোহাগ: কুমিল্লা।]


কুমিল্লায় স্কোপোলামিন ড্রাগ বা শয়তানের নি:শ্বাস ব্যবহার করে দিবালোকে হিন্দু মহিলার মোবাইল, টাকা, গলার চেইন, হাতের আংটি, কানের দুল অনায়াসে ছিনতাই করেছে তিন সদস্যের ছিনতাইকারীর দল। স্কোপোলামিন দিয়ে ছিনতাই করা নতুন একটি কৌশল। ভূক্তভোগী নারীর নাম রেখা সূত্রধর (৪৮)। তিনি নগরীর গর্জনখোলা এলাকার বাসিন্দা। ছিনতাইয়ের পুরো ঘটনাটি সিটি ক্যামেরায় ধরা পরেছে। এ ঘটনায় ভূক্তভোগী রেখা সূত্রধরে ছেলে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাসক ডা. উত্তর সূত্রধর কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন।

জানা যায়, রোববার দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় কাত্যায়নী কালীবাড়ী মন্দিরে পূজাঅর্চনা করতে যান রেখা সূত্রধর। পূজা শেষে বাসায় ফেরার পথে টাউনহলের অপরপাশে রসের হাড়ি মিষ্টি দোকানের সামনে থেকে লেবু কিনে অটোতে উঠার জন্য সামনে এগুতে থাকেন। ঠিক তখনই একজন যুবক পেছন থেকে ডেকে ঠিকানা জানতে চান। ঠিকানা চেনেনা বলে সামনে এগুতে থাকলে আরেকজন পুরুষ প্রশ্ন করেন যুবকটি তার কাছে কি জানতে চেয়েছেন। এরই মধ্যে সাদা কাগজ বের করে ভূক্তভোগীর নাকের কাছ দিয়ে নেয়ার পর থেকেই তিনি তাদের সাথে চলতে থাকেন। এক পর্যায়ে কান্দিরপাড় কলেজ রোডে লোটোর ব্রান্ডশপের সিড়ির সামনে তিনজন যুবক (যাদের চেহারা সিসি ক্যামেরায় স্পষ্ট) ওই মহিলার সাথে বিভিন্ন কথা বলে এক পর্যায়ে মোবাইল, গলার চেইন, কানের দুল, টাকা সব দিয়ে দিতে বললে তিনি অনায়াসে তাদের কথামত সব দিয়ে দেন। বিষয়টি সাবলিল দেখাতে সড়কের অন্য যাত্রীরাও বুঝে উঠতে পারেননি। আধাঘন্টা পর রেখা সূত্রধরে স্বাভাবিক সেন্স আসলে তিনি তখন বুঝতে পারেন ছিনতাইকারী সব নিয়ে চলে গেছে। তখন তিনি চিৎকার করলে লোকজন এসে বাসায় পৌছার ব্যবস্থা করেন। পরবর্তীতে তিনি বাসায় নিজ ছেলের তত্বাবধানে চিকিৎসা নেন।

কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক মাঈনুদ্দিন বলেন, এটা ছিনতাইয়ের নতুন কৌশল। স্কোপোলামিন ড্রাগ একবার নাকের মাধ্যমে ভেতরে প্রবেশ করাতে পারলে ছিনতাইকারী যা বলবে ভূক্তভোগী তাদের কথামতো সব করবে। এমনটাই হয়েছে রেখা সূত্রধরের সাথে।

ভূক্তভোগী রেখা সূত্রধরের ছেলে ডা. উত্তর সূত্রধর বলেন ছিনতাইকারীরা প্রায় এক লাখ ৪২ হাজার টাকার মালামাল নিয়ে গেছেন। আমার মা এখন বাসায় চিকিৎসাধীন রয়েছে। ছিনতাইকারীরা স্কোপোলামিন ড্রাগ ব্যবহার করেছেন।

কোতয়ালী মডেল থানার অঠফসার ইনচার্জ বলেন…………………………নিজ দায়িত্বে নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *