[ম্যাক নিউজ:- রিপোট নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।]

কুমিল্লার লাকসাম উপজেলার লাকসাম-পূর্ব ইউনিয়ন সাহেব পাড়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর উভয় একসাথে মৃত্য বরন করার খবর পাওয়া গেছে৷

স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার (২৯ জুন) বিকেলে নিজ বাড়ীর ছাদে কাপড় নামাতে গিয়ে প্রথমে স্ত্রী এবং স্ত্রীকে বাঁচাতে গিয়ে পরে স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মূত্যু বরন করেন৷

লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিকেলে লাকসামের সাহেবপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে কামাল উদ্দিনের স্ত্রী রিনা বেগম (৩৫) বৃষ্টির আভাস পেয়ে বাড়ির ছাদে রোদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান। এ সময় কাপড় শুকাতে দেওয়া জিআই তার বিদ্যুতায়িত হয়ে থাকায় রিনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন৷ পরে স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গিয়ে স্বামী কামাল উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *