[ম্যাক নিউজ রিপোর্ট:- ফেরদৌস মাহমুদ মিঠু]


ঢাকা-চট্টগ্রাম জাতীয় রেলপথের কুমিল্লা রেলওয়ে স্টেশনে আজ সকাল১১ টায় রেলওয়ে পুলিশ কুমিল্লার উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর ছোঁড়া বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে রেলওয়ে পুলিশ,রেলওয়ে নিরাপত্তা বাহিনী,স্থানীয় এলাকাবাসী ও ট্রেনের যাত্রী সাধারন অংশগ্রহন করেন। রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের পরিমান বেড়ে যাওয়ায় সারাদেশের ন্যায় দেশের ব্যস্ততম জাতীয় প্রধান ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়।

এঅবস্থায় কুমিল্লা জিআরপি পুলিশের উদ্যোগে ট্রেনে পাথর ছোঁড়া বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১১ টায় কুমিল্লা রেলওয়ে স্টেশনে এক বিট পুলিশং সভার আয়োজন করা হয়। সদ্য যোগদান কুমিল্লা পুলিশ ফাঁড়ির (জিআরপি) আইসি মোঃ আরব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মাহবুবুর রহমান,বিশেষ অতিথি ছিলেন সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান, অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জিআরপি ও নিরাপত্তা সদস্যগণ।

সঞ্চালনায় ছিলেন নিরাপত্তা বাহিনীর এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *