[ম্যাক নিউজ রিপোর্ট:-কুমিল্লা প্রতিনিধি]

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের উপর একই দলের ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। হামলায় শাহজালাল মজুমদার ও তাঁর গাড়ি চালক আমজাদ হোসেনও আহত হয়।

এ সময় শাহজালাল মজুমদারের ব্যক্তিগত গাড়িটি ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩ ঘটিকায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে ঘটনাটি ঘটে। এ সময় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

এদিকে হামলার ঘটনার পর অভিযুক্ত মনিরুজ্জামান জুয়েলের হাতে থাকা একটি আমেরিকান তৈরি এমপি-৫ মেশিনগানের ছবি ভাইরাল করেছে শাহজালাল মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে। ছবিতে দেখা যায়, মনিরুজ্জামান জুয়েল মিয়াবাজারস্থ গ্রীণ ভিউ রেষ্টুরেন্টের সামনে মেশিনগানটি একহাতে নিয়ে আরেকহাতে সিগারেট টানছেন।


সন্ত্রাসী হামলায় আহত শাহজালাল মজুমদার জানান, বৃহস্পতিবার দুপুরে পাশ^বর্তী গোপালনগর গ্রাম থেকে দাওয়াত খেয়ে আসার পথে চিহ্নিত সন্ত্রাসী মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী আমার গাড়ির গতিরোধ করে। এ সময় প্রত্যেকের হাতেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও হকিষ্টিকসহ দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল। আমার গাড়িতে আমি এবং চালক আমজাদ হোসেন ব্যতিত কেউ ছিল না। সন্ত্রাসীদের হামলায় আমি দৌড়ে নালঘর বাজারের পাশ^বর্তী সামাদ মেম্বারের বাড়িতে আশ্রয় নিই। এ সময় সন্ত্রাসীরা আমার ব্যবহৃত গাড়িটি ভাংচুর করে। পরে স্থানীয় জনতা একত্রিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে কিন্তু রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে না। হামলায় আমি ও গাড়ির চালক আমজাদ হোসেন আহত হয়। হামলকারী মনিরুজ্জামান জুয়েলের কাছে আমেরিকার তৈরি একটি মেশিনগান রয়েছে বলেও জানান তিনি। শাহজালাল মজুমদার আরও বলেন, ছবিতে ভাইরালকৃত অত্যাধুনিক মেশিনগানটি সাথে রেখেই মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে সসস্ত্র ক্যাডার বাহিনী আমার উপর হামলা করে। এদিকে হামলার ঘটনার পর থেকে শাহজালাল মজুমদার এবং তার অনুসারিরা মনিরুজ্জামানের হাতে আমেরিকান তৈরি এমপি-৫ মেশিনগানের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তারপর থেকে সমগ্র উপজেলাজুড়ে অস্ত্রটি নিয়ে আলোচনা শুরু হয়। ঘটনার পর থেকে ওই এলাকাতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। অস্ত্রের ছবি ও হামলার সম্পর্কে বক্তব্য জানতে মনিরুজ্জামানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *