[ম্যাক নিউজ রিপোট:- নিজস্ব প্রতিবেদক]
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে প্রায় ২০০ টিকিটসহ জিয়াউর রহমান নামে এক বুকিং সহকারীকে আটক করা হয়েছে। বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় কাউন্টার থেকে টিকিটসহ তাকে আটক করা হয়।
রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মহিউদ্দিন মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কালোবাজারে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে টিকিট মজুত করেন বুকিং সহকারী জিয়াউর রহমান। প্রায় ২০০ টিকিটসহ আটকের পর তাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। এ বিষয়ে পরে তারা ব্যবস্থা নেবেন।