[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]
প্রয়াত সিনিয়ার আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি।বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য মহুরম আবদুল বাসেত মজুমদারের জন্য দোয়া ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫আগস্ট) দুপুরে লালমাই উপজেলার শানিচোঁ গ্রামে বাসেত মজুমদারের নিজ বাড়িতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কুমিল্লা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ বাসেত মজুমদারে কবর জিয়ারত,দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আব্দুল বাসেত মজুমদারের সুযোগ্য সন্তান বাংলাদেশ বার কাউন্সিলের কমেপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা,বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল এস,এম গোলাম মোস্তাফা তারা ,সহকারি এর্টনী জেনারেল আলতাফ হোসেন আমানী, সহকারি এর্টনী জেনারেল কালীপদ মৃধা, সহকারি এর্টনী জেনারেল কাজী বশির আহমেদ, সহকারি এর্টনী জেনারেল মো: হাতেম আলী।
এতে কুমিল্লা জেলা আইনজীবীর সমিতির সাবেক (সভাপতি) পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জহিরুল ইসলাম সেলিম,লেখক ও গবেষক অ্যাড.গোলাম ফারুক,কুমিল্লা আইন কলেজের সাবেক ভিপি,আমরা মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী কুমিল্লার আহ্বায়ক অ্যাড.নাজমুল বারী চৌধুরী,এডিশনাল পিপি শেখ মাসুদ ইকবাল মজুমদার,বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা এপিপি অ্যাড. নরুউদ্দিন মিয়াজী বুলবুল, এপিপি জাহাঙ্গীর আলম,অ্যাড মোশারাফ হোসেন টিটু, এজিপি অ্যাড,আল রেজা খান রাজু সহ নেতৃবৃন্দ।
পরে বাংলাদেশ বার কাউন্সিলের কমেপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির নব-নির্বাচিত চেয়ারম্যান হাওয়ার অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।