[ম্যাক নিউজ রিপোর্ট:-কুমিল্লা প্রতিনিধি।।]
ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা দক্ষিন জেলা, মহানগর জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল ১০ আগষ্ট বুধবার সকাল ১১টায় কুমিল্লা কান্দিরপাড়ে এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম, আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মুন্সী, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম, সদস্য সচিব কাজী মো: নজমুল, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী জোৎনা আক্তার, সাধারণ সম্পাদক জোনাকী মুন্সী, মহানগর মহিলা পার্টির সভাপতি রোকসানা আক্তার, শ্রমিক পার্টির সভাপতি হোসেন গাজী, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা পার্টির সভাপতি আলহাজ¦ মাও. ইয়াছিন নুরী, মহানগর জাতীয় যুব সমিতির সভাপতি রাশেদুল হাসেম ভুইয়া শামিম, সাধারণ সম্পাদক শাহিন খন্দকার, জাতীয় যুব সমিতির সাবেক সভাপতি মাহবুবুর রশিদ মাহবুব, ব্রাহ্মনপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ময়নাল খান, বুড়িচং উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক জসিম মাস্টার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মিজানুর রহমান, কুমিল্লা মহানগর ৪নং ওয়ার্ড সভাপতি বাদল বড়–য়া, সেক্রেটারী ফয়েজ আহমেদ, ১২নং ওয়ার্ড সভাপতি নাজির হোসেন ভুইয়া, সাধারণ সম্পাদক নাছির খন্দকার, ১৬ নং ওয়ার্ড সভাপতি আব্দুল হালিম, ১৪ নং ওয়ার্ড সভাপতি এম এ সবুর, মহানগর জাপার নেতা মুশফিকুর রহমান মুকুলসহ প্রমুখ।