[ম্যাক নিউজ ডেস্ক]

ইঞ্জিনিয়ার তানভীর মাত্র ৫ সেকেন্ডে মোবাইলের আইএমইআই বদলে ফেলেন

শিক্ষায় সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু পেশায় মোবাইল চোর চক্রের সদস্য। তার কাজ মোবাইলের আইএমইআই নাম্বার বদলে ফেলা। এই কাজ করতে তারভীর সময় নেন মাত্র৫ সেকেন্ড। ফলে আপনার হারানো মোবাইল আর ফিরে পাওয়া সম্ভব হয় না।


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ তানভীর হাসান (২৫)সহ চক্রের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গত রাতে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫৬ টি মোবাইল ফোন। এর মধ্যে একক তানভীরের কাছ থেকেই উদ্ধার হয়েছে ১৩৬টি মোবাইল, যেগুলোর অধিকাংশই আইএমইআই বদলে ফেলা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৭টি ল্যাপটপ ও বিভিন্ন ডিভাইস।


উদ্ধারকৃত এসব মোবাইলের মধ্যে যদি আপনার হারানো, চুরি যাওয়া বা ছিনতাই হওয়া মোবাইল থাকে তবে জিডি ও উপযুক্ত প্রমাণ দিয়ে ডিবি’র কাছ থেকে ফেরত পেতে পারেন। পুলিশ উদ্ধারকৃত মোবাইলের আইএমইআই নাম্বার প্রকাশ করবে কয়েকদিনের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *