[ম্যাক নিউজ রিপোর্ট:-স্টাফ রিপোর্টার: কুমিল্লার]
চৌদ্দগ্রামে কেন্দ্রীয় আ’লীগ নেতা এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম সমর্থক গোষ্ঠির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫আগস্ট) দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার চৌদ্দগ্রাম বাজারস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি, ঝাটিয়ারখীল, কনকাপৈত ইউনিয়নের লাউলাইশ, জঙ্গলপুর, শুভপুর ইউনিয়নের শুভপুর, বাতিসা ইউনিয়নের বাতিসা, জগন্নাথদীঘি ইউনিয়নের চৌধুরী বাজারে এ উপলক্ষে আয়েজিত পৃথক পৃথক দোয়া মাহফিল ও শোক সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, চৌদ্দগ্রামের কৃতিসন্তান এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম।
তমিজ উদ্দিন ভূঁইয়া সমর্থক গোষ্ঠির ব্যানারে উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি ঈদগাহ মাঠে আয়োজিত শোকসভায় আ’লীগ নেতা মো: ইসহাক এর সভাপতিত্ব ও খন্দকার শরীফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা গোলাম মাওলা শিল্পী, রবিউল হাসান স্বপন, জিয়াউর রহমান খান নয়ন, সোহাগ মোর্শেদ চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, মোজাম্মেল সেলিম, নিজাম উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলা ও স্থানীয় আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।