[ম্যাক নিউজ রিপোর্ট:-জহিরুল হক বাবু।]

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছু’রিকাঘাতে মোঃ শাহাদাৎ (১৭) নামে এক কিশোর খু’নের ঘটনায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুর রহমান।
ওসি সহিদুর রহমান জানান,যে ১২ জনকে আটক করেছি সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। যাচাই বাছাই চলছে। সিসিফুটেজ দেখে তাদের সনাক্ত করার চেষ্টা করছি।

ওসি সহিদুর আরো জানান, খু’নের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বিকেলের মধ্যে মামলা সম্পন্ন হয়ে যাবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেল ৫ টায় কুমিল্লা নগরীর শিশুপার্কের পাশে আওয়ার লেডি অব ফাতেমা স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা কু’পিয়ে শাহাদাত হোসেন নামে এক কিশোরকে খু’ন করে।

একাধিক প্রত্যক্ষদর্শী নাম না প্রকাশ করার শর্তে জানান, শুক্রবার বিকেলে শিশু পার্কে রাইড চড়তে আসে একদল কিশোর। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। শিশু পার্কে প্রবেশের পর তারা শাহাদাতের কাছে ফ্রীতে রাইড চড়তে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শাহাদাত পার্ক সংলগ্ন মিশনারী স্কুলের সামনে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ঘিরে ধরে চাপাতি ও ছু’রি দিয়ে এলোপাতাড়ি কো’পায়।

পরে স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেয়। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মা’রা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *