[ম্যাক নিউজ ডেস্ক]
বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হিসেবে আদিবাসী কোটায় পূর্বাচল নতুন উপশহর এলাকায় তিন কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে রাজউকের সাবেক এক উপ-পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি ঢাকাটাইমসকে জানান দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।
মামলার আসামিরা হলেন- মোসা. জাহানারা বেগম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়েরে এলএ শাখার সাবেক সার্ভেয়ার ইউসুফ ফারুক, একই জেলার সাবেক সার্ভেয়ার বর্তমানে ফরিদপুরের মধুখালী উপজেলা ভূমি অফিস কর্মরত এসএম হাবিবুর রহমান, রাজউকের সাবেক উপ-পরিচালক ও ম্যাজিস্ট্রেট (পূর্বাচল সেল) মো. সাইফুল ইসলাম ও নারয়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ইউনিয়র পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সাহাবুদ্দিন ভূঞা।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে জাল-জালিয়াতি, প্রতারণা, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পূর্বাচল নতুন উপশহর এলাকায় বসতবাটী ক্ষতিগ্রস্থ হিসেবে আদিবাসী কোটায় ৩ কাঠার প্লট বরাদ্দ নেন।
জাল-জালিয়াতির মাধ্যমে একে অন্যের সহায়তায় পরস্পর যোগসাজসে প্লট বরাদ্দ নেওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।