[ম্যাক নিউজ রিপোর্ট:-কুমিল্লা প্রতিনিধি।।]


ওএমএস ও টিসিবি কার্যক্রম সম্প্রসারণে লক্ষ্যে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে কুমিল্লায়।

বৃহস্পতিবার সকালে ফৌজদারি এলাকায় ওএমএস চাল খোলাবাজারে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। প্রথমদিনে ১লাখ ২৮ হাজার মানুষের মধ্যে ৫ কেজি করে ওএমএসের চাল বিক্রি করা হবে।

একই দিনে খাদ্যবান্ধব কর্মসূচিতে ইউনিয়ন পর্যায়ে ১লাখ ১৯ হাজার কার্ডধারী মানুষের মাঝে ১৫ টাকা কেজি করে চাল বিতরনের কর্মসূচি শুরু হয়েছে। মাসে দুইবার ১জন কার্ডধারী ৩০ কেজি করে চাল পাবেন।


কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সাতটি ট্রাকে ২টন করে চাল ও ২৩টি দোকানে ২টন চাল ও ৫০০ কেজি করা আটা বিক্রি করা হবে। একজন ব্যক্তি ৩০টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১৮টাকা কেজি দরে তিন কেজি করে আটা ক্রয় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *