[ম্যাক নিউজ রিপোর্টঃ-কুমিল্লা প্রতিনিধি।।]
রাজশাহীতে এটিএন নিউজে লাইভ চলাকালে সাংবাদিক বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেলকে মারধর প্রতিবাদে এবং বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদসহ হামলাকারীদের শাস্তির দাবীতে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম আয়োজনে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় অনুষ্ঠিত মানববন্ধনে কুমিল্লার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় তারা হামলাকারী বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদ এর বিচার দাবী করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস, ইনকিলাব কুমিল্লা প্রতিনিধি সাদিক হোসেন মামুন, দেশ রূপান্তর কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, মাই টিভি কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুল, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক।
উল্লেখ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তারা সরকারের নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টায় অফিসে আসেন না। এ দৃশ্য সরাসরি সম্প্রচার (লাইভ) করা হচ্ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে। এতে ক্ষিপ্ত হয়ে এটিএন নিউজের সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। ভেঙে ফেলা হয়েছে ক্যামেরা ও বুম।ক্যামেরা ভেঙে ফেলার কারণে এটিএন নিউজের লাইভ বন্ধ হয়ে যায়।