[ম্যাক নিউজ ডেস্ক]


টাঙ্গাইল রেলওয়ে স্টেশন এর স্টেশন মাষ্টার ও অন্যান্য কর্মচারীদের বিরুদ্ধে কাউন্টারে টিকিট বিক্রয় না করে সিন্ডিকেটের মাধ্যমে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রয় করার অভিযোগের প্রেক্ষিতে গতকাল ২৫/০৯/২২ খ্রি. তারিখে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের উপসহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদারের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম টাঙ্গাইল রেল স্টেশনে অভিযান পরিচালনা করেছে।

দুদক টিম সরেজমিনে উক্ত স্টেশনে পরিদশর্ন করে অভিযোগকারী, যাত্রী ও অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করেছে। অভিযোগ সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার সোহেল খান বদলি হওয়ায় এবং আব্দুল আলিম ছুটিতে থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। টিকিট সংক্রান্ত বিষয়ে যাত্রীরা তাদের নানা অভিযোগ এনফোর্সমেন্ট টিমের কাছে ব্যক্ত করেন। টিকিট কালোবাজারির ব্যাপারে স্টেশন মাষ্টার ও বুকিং সহাকারীদের সতর্ক করা হয়। উক্ত অভিযান প্রসঙ্গে বিস্তারিত রেকর্ডপত্র সংগ্রহপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর দ্রুত প্রতিবেদন দাখিল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *