[ম্যাক নিউজ রিপোর্টঃ-দেলোয়ার হোসেন জাকির]
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে তিন দিনব্যাপী আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। বিকেল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাবিরুল ইসলাম খান। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য টুর্ণামেন্ট কমিটির সেক্রেটারি খাজা তারেক লতিফ মুন্না ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এফএডিপি এন্ড ম্যানেজার মাজহারুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধরন সম্পাদক বাদল খন্দকার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কোষাদক্ষ আল আমিন ভূইয়া সদস্য দেলোয়ার হোসেন জাকির।
প্রতিযোগিতায় কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা দল অংশ নিচ্ছে। বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পৃষ্ঠপোষকতায় থাকবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
প্রথম দিনের খেলায় কুমিল্লা জেলা দল লক্ষ্মীপুর জেলা দলকে ৪/০ গোলে হারিয়েছে। অপর ম্যাচটি চাঁদপুর ও সিলেট জেলা দল গোল শুন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে।