[ম্যাক নিউজ ডেস্ক]
সুপার টুয়েলভে দিনের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর নাটকীয় এক জয় পেয়েছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই ঘটনা বিরল। মূলত এদিন দুবার জিতেছে বাংলাদেশ। প্রথমবার জেতার পর উল্লাসে ফেটে পড়া দল মাঠে ছাড়ে খুশি মনেই। কিন্তু সিদ্ধান্ত আসে নো বলের। পরে আবারও একটি বল করতে হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে।
এই একটি বলই ছিল ম্যাচের জয়-পরাজয় নির্ধারণী। কেননা কোনো ভাবে সেটি চার হয়ে গেলে কপাল পুড়ত বাংলাদেশের দলের। কিন্তু মোসাদ্দেক সৈকতের করা বলটি ব্যাটেই লাগাতে পারেননি জিম্বাবুইয়ান ব্যাটার রিচার্ড এনগারাভা। ফলে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পায়।
অথচ এই নো বলটি মোসাদ্দেকের ভুলে নয়, বরং উইকেটকিপার নুরুল হাসান সোহানের ভুলে হয়েছে। স্টামের আগেই বলটি ধরেছিলেন বলেই নো বলের ইশারা দেন আম্পায়ার। স্টাম্পিংয়ের পরেই নাকি সোহানকে সতর্ক করেছেন সাকিব আল হাসান। ম্যাচ নিজের অনুভূতি জানানোর সময় এমন তথ্যই দেন তিনি।
এ সময় টাইগার দলনেতা বলেন, ‘সোহান যখন স্টাম্পিং করার পর আমি তাকে সতর্ক করেছিলাম। পরবর্তী সময়ে যাতে এ বিষয়ে কোনো সমস্যা না হয় সেটাও বলেছিলাম।’