[ম্যাক নিউজ রিপোর্টেঃ-মাহফুজ নান্টু, কুমিল্লা।]

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই শাহজাদ জুট মিল এলাকায় অজ্ঞাত গাড়ী চাপায় মোটরবাইক আরোহী বাবা নিহত হয়েছে। এ ঘটনায় ছেলে আহত হয়। সোমবার বেলা সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম জাহাঙ্গীর আলম মজুমদার (৬০)। তার বাড়ি কুমিল্লা সদর দক্ষিন উপজেলার ধনাইতরী এলাকার চাষাপাড়া। এ ঘটনায় তার ছেলেকে আবদুল আওয়াল জনিকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকুল চন্দ্র বিশ্বাস।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ধুমরে মুচড়ে যাওয়া মোটর বাইকের পাশে মরদেহ পরে আছে। আমরা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *