[ম্যাক নিউজ ডেস্ক]
মাদারীপুর জেলা আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে ভুয়া বিল ভাউচার প্রদর্শনের মাধ্যমে প্রকল্পের অর্থ উত্তোলন এবং অর্থ আত্মসাৎ এর অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর এর তিন সদস্যের সমন্বয়ে গঠিত টিম একটি আজ ৩১-১০-২০২২ খ্রি. তারিখে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ২০২১-২২
অর্থবছরের প্রকল্পের বিল, ভাউচার রেজিস্টার এবং প্রকল্প সংশ্লিষ্ট কাগজপত্রের ছায়া লিপি সংগ্রহ করে টিম। এ সময় মাঠ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের তালিকা সংগ্রহ করে মুঠোফোনের মাধ্যমে তাদের কয়েকজনের সাথে যোগাযোগ করে অভিযোগের সত্যতা যাচাই করা হয়।পরবর্তীতে কেন্দ্রের স্টোররুম, গবেষণাগার ও গুদামঘর পরিদর্শন করা এবং ক্রয়কৃত মালামাল সঠিকতা তা যাচাই করে দেখে এনফোর্সমেন্ট টিম।