[ম্যাক নিউজ রিপোর্টেঃ-আক্কাস আল মাহমুদ হৃদয়।। বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।]

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ রাস্তার মাথায় এলাকা থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি এবং একটি মটরসাইকেল সহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ( ৪ ডিসেম্বর ২০২২ ) সন্ধ্যায় ৭টার দিকে এসআই আব্দুল জব্বার ও এসআই নূরে আলমের নেতৃত্বে কুমিল্লা-বাগড়া সড়কের লড়িবাগ রাস্তার মাথা পাঁচোড়া এলাকায় অভিযান চালিয়ে মটরসাইকেলর গতিরোধ করে কাজী আবু হুরায়রা (৩০) নামের যুবককে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত যুবকের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি মধ্যপাড়ার মৃত: আব্দুস সোবহানের ছেলে। তার ভাষ্যমতে জানা যায়,আশাবাড়ির সোহাগ নামের এক ব্যক্তির কাছ থেকে নিয়ে পিস্তলটি বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা শহরে যাচ্ছিলেন।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, খবর পেয়ে তদন্ত ওসি কবির হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে জব্দকৃত মালামালসহ তাকে থানায় নিয়ে আসা হয়। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ও আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *