[ম্যাক নিউজ রিপোর্টেঃ-আক্কাস আল মাহমুদ হৃদয়।।]

শিশু জান্নাতুল রুপা এর চিকিৎসার সাহায্যের জন্য আবেদন আপনার সাহায্যে বাঁচতে পারে দরিদ্র, নিরুপায় জান্নাতুল রুপা (৬) এর জীবন। জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।শিশু রুপা’র জন্মগত ভাবে টিউমার আকৃতি বিরল রোগে ভোগছেন। তিনি স্বাভাবিকভাবে চলেফেরা করতে এবং কিছু খেতে কষ্ট হয়।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মোশাররফ খান চৌধুরী বিশ্বাবিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ খান চৌধুরীর সহযোগীতায় একটি অপারেশন করানো হয়েছে। আরো দুই বার অপারেশন করাতে হবে চিকিৎসক বলেছেন। দুইটি অপারেশন করাতে প্রায় ৮ লক্ষ টাকা লাগবে। শিশু রুপার মুখমন্ডল সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায়। এখন আর তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। অসুস্থ জান্নাতুল রুপা এর পিতা মোঃ রাসেল একজন দিনমজুর। ভূমিহীন রাসেল এর জমিজমা সহায়-সম্বল বলতে কিছুই নেই। বর্তমানে ব্রাহ্মণপাড়ার ধানদৌল আব্দুল রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে বসবাস করছেন। এমতাবস্থায় জান্নাতুল রুপার অসহায় ও নিরুপায় পিতা মেয়ের সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। অসহায় রুপার জন্য চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করুন মোবাইল নম্বরে জাকির (বাবা) 01904211134 বিকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *