[ম্যাক নিউজ রিপোর্টেঃ- নেকবর হোসেন।।]

কুমিল্লায় ছেলের হাতে খুন হয়েছেন মা। শনিবার দুপুরে লালমাই উপজেলার কনকশ্রী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম (৫৫) কনকশ্রী দক্ষিণপাড়া গ্রামের কামাল হোসেন রাজা মিয়ার স্ত্রী। এই খুনের অভিযোগে তাঁর ছেলে নুরে আলম সবুজকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা বলেন, কয়েক দিন আগে সৌদি আরব থেকে দেশে আসে নুরে আলম। করোনা মহামারির কারণে দুই বছর প্রবাসে থাকলেও দেশে টাকাপয়সা পাঠাতে পারেনি। দেশে ফিরে বাবাকেও মারধর করে সে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, শনিবার দুপুরে পাশের মামার বাড়ি গিয়ে মামা ও মামাতো বোনকে মারধর করতে থাকে নুরে আলম। খবর পেয়ে নুরজাহান বেগম ছেলের হাত থেকে ভাই-ভাতিজিকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় নুরে আলম তার হাতে থাকা শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। হত্যাকাণ্ডের পর সবুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে দেয়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সবুজকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *