[ম্যাক নিউজ রিপোর্টেঃ- নিজস্ব প্রতিবেদক।।]
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে নগরীর পুলিশ লাইন মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা জজকোটের পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ২৪৬ জনকে সংবর্ধনা দেওয়া হয়।