[ম্যাক নিউজ রিপোর্টেঃ- কুমিল্লা প্রতিনিধি।]
কুমিল্লায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে দুই অটোরিকশা চালকের মধ্যে হাতাহাতির ঘটনায় মো. জনি মিয়া (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নগরীর রাজগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া জনি নগরীর মুরাদপুর এলাকায় মৃত জামাল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাজগঞ্জ মোড়ে যাত্রী উঠা নিয়ে সিএনজি অটোরিকশা চালক আবদুল হালিম ও অটোরিকশা চালক জনি মধ্যে হাতাহাতি হয়। তারপর জনি বাসায় ফিরে বুক ব্যথার কথা বলেন। এসময় পরিবারের সদস্যরা তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনির লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, ঘটনাটি শুনে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করি। তদন্তের পরে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।