[ম্যাক নিউজ রিপোর্টেঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি।]


কুমিল্লা ২০২২ সনের এসএসসি পরীক্ষায় শিক্ষাবোর্ডের আওতাধীন ১২০৩৮ জন শিক্ষার্থীর ২৩১০৩ উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। ২৪ ডিসেম্বর সকাল ১০ টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান- ২০২২ সনের এসএসসি পরীক্ষার্থীদের ১২০৩৮ জন শিক্ষার্থী ১৮ বিষয়ে ২৩১০৩ টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৩৭ জন জিপিএ ৫ পান। ১৫৫ জন ফেল থেকে পাশ করেন এবং ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়।


কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের বলেন – আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই বাচাই শেষে ২৪ ডিসেম্বর ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর ২০২২ সনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *