[ম্যাক নিউজ রিপোর্টেঃ- মোহাম্মদ শাফি কুমিল্লা প্রতিনিধ]

কাজী খোরশেদ আলম, বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার বুড়িচং উপজেলার সদরে অবস্থিত বুড়িচং মডেল একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ ২৮ ডিসেম্বর বুধবার একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বুড়িচং মডেল ট্রাষ্টের সেক্রেটারি মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম আবদুল হান্নান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান।
উদ্বোধনী বক্তব্য পেশ করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন।


বুড়িচং মডেল একাডেমীর সিনিয়র শিক্ষক ফেরদাউস আহাম্মদ ও প্রাথমিক শাখার ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি এর অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, বড়ধুশিয়া আর্দশ কলেজের অধ্যাপক মোঃ অহিদুর রহমান,ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি এর সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহীন হোসেন রেজা, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম,ম্যানেজিং কমিটির সদস্য রমজান আলী,অভিভাবক সদস্য দিদারুল আলম, মোজাফর হোসেন মুসা প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সাজ্জাদ হোসেন,মোঃ আবদুল্লাহ আল সজল।
কোরআন তেলোয়াত করেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্র লাবিউল হাসান।
ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ৫ম শ্রেনির ছাত্রী আদিবা বিনতে হক।
ফলাফল প্রকাশ শেষে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম স্থান থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে ক্রেষ্ট বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *