[ম্যাক নিউজ রিপোর্টেঃ-মাহফুজ বাবু কুমিল্লা।]
বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে বারেরা বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী মিনিবাস এমএইচ ট্রান্সপোর্টের ধাক্কায় একজন নিহত হন। নিহত ব্যক্তি উপজেলার শালঘর এলাকার অনন্তপুর গ্রামের মোঃ ইদ্রিস মিয়া(৭০)।
বাসের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইদ্রিস মিয়া অনন্তপুর এলাকার রেজাউল ইসলাম মুন্সি। তিনি কান্দুঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক (এবতেদায়ী প্রধান) ছিলেন।
চালক পালিয়ে গেলেও, ঘাতক বাসটিকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের নাতী আইবুল হক অভি।
তিনি জানান, বাস মালিক ও চালক দেবিদ্বার উপজেলার। ঘটনার পর তারা হাসপাতালে এসে দুঃখ প্রকাশ করেন এবং নিহতের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এবিষয়ে পরিবারের সদস্যরা কোন মামলা করেননি।