[ম্যাক নিউজ রিপোর্টেঃ-এম এ কাদের অপু।।]
কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন অশ্বতলা গ্রামের আবুল কালামের মেয়ে নুরজাহান আক্তার ১৭ শনিবার বিকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ মালেক ইনস্টিটিউট এর ৮ম শ্রেনী পড়ুয়া নুরজাহান সরকারি ছুটি থাকায় স্কুলে না গিয়ে সারাদিন বাসায় অবস্থান করে এবং তার বাবা মা দুইজনই দিনমুজুর হওয়ায় রিজিকের তাগিদে মেয়েকে একা বাড়িতে রেখে নিজেদের কর্মস্থলে বাহির হয়।
বিকালে মেয়ের বাবা আবুল কালাম খবর পায় তার মেয়ে টিনের ঘরের সিলিং এর সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন।
লাকসাম থামার এসআই সোহরাব খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে যায় এবং লাসের সুরতহাল শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করেন।