[ম্যাক নিউজ রিপোর্টেঃ- কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লা সদরের চাঁপাপুর (বাখরাবাদ) এলাকা হতে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল ৭ জানুয়ারী সকালে সদরের চাঁপাপুর (বাখরাবাদ) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন নীলফামারী জেলার জলঢাকা থানার পশ্চিম শিমুলবাড়ী গ্রামের সফর উদ্দিন মাহমুদের ছেলে মোঃ সাজেদুল ইসলাম @ সাজু (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নীলফামারী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।