[ম্যাক নিউজ রিপোর্টেঃ-মারুফ আহমেদ, কুমিল্লা।।]
স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে এই স্লোগানকে ধারণ করে, কুমিল্লা বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার দিনভর বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান উদযাপন করেন প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-৮ বরুড়া আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল।
বিশেষ অতিথি ছিলেন, শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রযুক্তিপীঠ আব্দুল হক। জাতীয় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুন প্রমূখ।
পুরর্মিলনী অনুষ্ঠানের সভাপতি হিসেব ছিলেন পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কাজী সোমা ও সাইফুল ইসলাম পরশ।
পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাদের পরিবার-পরিজন নিয়ে পুনর্মিলনীতে উপস্থিত হয়েছেন। দীর্ঘ বছর পর তাদের সহপাঠীদের কাছে পেয়ে, আনন্দের কথা ব্যক্ত করেন। তারা বলেন, এ ধরনের অনুষ্ঠান সহপাঠীদের শৈশবের ইতিকথা মনে করিয়ে দেয়।
উল্লেখ্য, কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়টি পহেলা জানুয়ারি ১৯৩৫ সালে স্থাপিত হয়ে সুনাম ও সুখ্যাতির সাথে পাঠদান করে চলছে।