[ম্যাক নিউজ রিপোর্টেঃ-রকিবুল ইসলাম]

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে এক ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।


হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ জানান, মিনহাজ উল করীম ভূঁইয়া কুমিল্লা মেডিকেল কলেজের ২৪ ব্যাচের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায়।


সহকর্মীদের বরাত দিয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জানান, মিনহাজ একা থাকতেন। দরকার না হলে কথা বলতেন না। অ্যাপ্রোন পরা অবস্থায় নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই কক্ষে একটি চিরকুট পাওয়া যায়, যাতে লেখা ছিল,আমার মৃত্যুর জন্য আমি নিজে ছাড়া আর কেউ দায়ী না।
ওসি আরও জানান, মিনহাজের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *