[ম্যাক নিউজঃ-স্টাফ রিপোর্টার]


ফুটবলের দুই কিংবদন্তী পেলে ও ম্যারাডোনা স্মরণে কুমিল্লার মিডিয়ার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে পেলে ও ম্যারাডোনা একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ। আগামী ২৪ জানুয়ারি কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে এ ম্যাচটি।

এ প্রীতি ম্যাচের জন্য পেলে একাদশ ও ম্যারাডোনা একাদশের দল ঘোষণা করা হয়েছে।

ম্যারাডোনা একাদশ: কোচিং স্টাফরা হলেন খায়রুল আহসান মানিক (এটিএন বাংলা/এটিএন নিউজ), অশোক বড়ুয়া (বাসস/বেতার), শাহজাদা এমরান ( দৈনিক আমাদের কুমিল্লা), সহিদ উল্লাহ ( দৈনিক পূর্বাশা), হুমায়ুন কবীর রণি (একুশে টিভি), সাদিক মামুন( দৈনিক ইনকিলাব) ও জাহিদ হাসান ( দৈনিক মানবজমিন)।

খেলোয়াড়রা হলেন (২৪ সদস্য):
অধিনায়ক: ইমতিয়াজ আহমেদ জিতু ( দৈনিক আজকের কুমিল্লা), আনোয়ার হোসেন (বৈশাখী), সেলিম রেজা মুন্সি (জিটিভি), তাওহিদ হোসেন মিঠু ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), তামজিদ হোসেন লিপু (কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), জাহাঙ্গীর আলম ইমরুল (মাছরাঙ্গা টিভি), তানভীর খন্দকার দীপু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), আব্দুর রহমান ( দৈনিক কালের কন্ঠ/ বিডিনিউজ২৪), ইসতিয়াক আহমেদ (সময় টিভি), জহিরুল হক বাবু ( আজকের পত্রিকা), ম্যাক রানা ( দুর্নীতির সন্ধানে)

রাসেল সোহেল ( দৈনিক পূর্বাশা), হাবিবুর রহমান খান ( দৈনিক বাংলার আলোড়ন), জুয়েল খন্দকার ( দৈনিক ময়নামতি), সুমন কবির (দেশ টিভি), আনোয়ার হোসেন ( এস এ টিভি), সালাহউদ্দিন সোহেল ( চ্যানেল বাংলাদেশ), এইচ এম মহিউদ্দিন ( মেঘনা টিভি), আরিফ মজুমদার (বাংলা টিভি),বিপ্লব হাসান ( ক্যামেরাপার্সন), সেলিম হোসাইন ( আজকের কুমিল্লা), উজ্জ্বল হোসেন বিল্লাল( আজকের কুমিল্লা), হাসান ফরহাদ ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), নেকবর হোসেন ( বাংলার আলোড়ন), আব্দুল মোতালেব নিখিল ( মোহনা টিভি), আলাউদ্দিন ( দৈনিক পূর্বাশা), , আব্দুল্লাহ আসিফ ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), মো: শরীফ ( আমোদ), সজীব (ক্যামেরাপার্সন)।

পেলে একাদশ: কোচিং স্টাফরা হলেন আবুল হাসনাত বাবুল ( সাপ্তাহিক অভিবাদন), নীতিশ সাহা ( দৈনিক শিরোনাম), কাজী এনামুল হক ফারুক ( চ্যানেল একাত্তর), মাহবুব আলম বাবু (ডেইলি আওয়ার টাইম), সাইফ উদ্দিন রণী ( গ্লোবাল টিভি), বাহার রায়হান ( সময় টিভি)।
খেলোয়াড়রা হলেন (২৪ সদস্য) : অধিনায়ক: দেলোয়ার হোসেন জাকির ( দৈনিক দেশ রূপান্তর), সাজ্জাদ হোসেন চিশতী ( রাইজিং বিডি), খালেদ সাইফুল্লাহ ( এখন টিভি), আবু মুসা ( মাই টিভি), আশিকুর রহমান আশিক (জাগরণী টিভি), মাহফুজ নান্টু ( দৈনিক বাংলা/ নিউজবাংলা টোয়েন্টি ফোর), মাইনুল হক স্বপন ( চেতনায় একাত্তর), এন কে রিপন (সমকাল/রুপসী বাংলা), আরিফ সেলিম ওপেল ( দৈনিক শ্রমিক), জাহিদ পাটোয়ারি (জাগো নিউজ), এমদাদুল হক সোহাগ ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), মারুফ কল্প ( প্রতিদিনের সংবাদ), রুবেল মজুমদার ( আমাদের সময় ডট কম), অমিত মজুমদার ( জাগো কুমিল্লা), আর কে রাসেল ( ডেইলি স্টেইট ), আলেক হোসেন ( দৈনিক রূপসী বাংলা), শাহ ইমরান ( দৈনিক যায় যায় কাল), মহিউদ্দিন ভূইয়া ( দৈনিক সকালের সময়), মনির হোসেন ( দৈনিক শেয়ারবীজ), সোহাইবুল ইসলাম ( ডাক প্রতিদিন), আবরার আল দাইয়ান ( দৈনিক পূর্বাশা), মো: সুমন- (অননিউজ/২১ টিভি)।

কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া এ ম্যাচটির সার্বিক সহযোগিতায় থাকবেন এস কিউ গ্রুপ ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশন।

খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লার প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন ও সিনিয়র সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *