[ম্যাক নিউক রিপোর্টেঃ-কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লায় পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ২৪ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
২৩ জানুয়ারী সোমবার রাতে জেলার কোতয়ালী মডেল থানার শাসগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মোঃ সুমন (৩৪) নামের একজনকে আটক করেছে ।
গ্রেফতারকৃত মোঃ সুমন (৩৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা গ্রামের মোঃ লাল্টু এর ছেলে।
পৃথক অন্য আরেকটি অভিযানে একই দিন রাতে জেলার কোতয়ালী মডেল থানার বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ বোতল বিদেশী রায়হান নামের অপর একজনকে আটক করেছে র্যাব। গ্রেফতারকৃত রায়হান (৩০) জেলার কোতয়ালী মডেল থানার সংরাইশ গ্রামের মৃত শামসুল আরেফিন এর ছেলে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। কুমিল্লায় গাঁজা ও বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিষয়টি নিশ্চিত করেছেন
র্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।