[ম্যাক নিউজ ডেস্ক]
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আবুল কালাম আজাদের ১০ কোটিরও বেশি টাকার সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তার দাখিল করা সম্পদ বিবরণীতে সোয়া ৮ কোটি টাকার গরমিল পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তাকে দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয়।
হজ-ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে, ২০১৮ সালের ১০ জানুয়ারি সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের একান্ত সচিব (পিএস) আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করে দুদক। সেই জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। পরবর্তীতে দুদকের অনুসন্ধানে তার অঢেল সম্পদের তথ্য পাওয়া যায়।
দুদকের অনুসন্ধানে সরকারি-বেসরকারি ব্যাংকে জমা ও নগদ মিলিয়ে আবুল কালাম আজাদের ৮ কোটি ৩০ লাখ ৬৪ হাজার টাকার সন্ধান মিলেছে। আয়কর বিবরণীতে এসব অর্থের ঘোষণা থাকলেও আয়ের প্রাথমিক উৎস দেখাতে পারেননি তিনি।
এছাড়া তার স্থাবর সম্পদও রয়েছে প্রায় ৮ কোটি টাকার। ধানমন্ডিতে দুই হাজার বর্গফুটের ফ্ল্যাট, কল্যাণপুরে বাড়ি ও পল্লবীতে প্লট আছে আবুল কালাম আজাদের। স্থাবর ও অস্থাবর মিলিয়ে সোয়া ৮ কোটি টাকার হিসাবে গরমিল রয়েছে বলে সন্দেহ করছে দুদক।
এসব সন্দেহভাজন স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়ে জানতে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয় আবুল কালাম আজাদকে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী।