[ম্যাক নিউজ রিপোর্টে:- নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরবের ১০০বছর উপলক্ষে বর্ষপূর্তির অনুষ্ঠান মালার উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।
ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্ধশত বর্ষপূর্তির অনুষ্ঠান মালার উদ্বোধন রোববার সকালে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুছ ফারুকী, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ, কাউন্সিলর মঞ্জুর কাদের মনি।