[ম্যাক নিউজ ডেস্ক]
কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগঞ্জ এলাকা হতে ৭১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৮ জানুয়ারী রাতে কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামের মৃত আনা মিয়া’র ছেলে আবুল কালাম (৩৫)।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।