[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]

অর্ণব সিংহ রায় কে আহ্বায়ক, পিন্টু দাসকে সদস্য সচিব, যুগ্ন আহবায়ক তীর্থ প্রতিম ভৌমিক, সজীব চন্দ্র দে, প্রান্ত সরকার কে দিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কুমিল্লা জেলা শাখার কমিটি গঠিত হয়েছে।

স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সংখ্যালঘু নির্ভর মানবাধিকার সংগঠন, বীর উত্তম মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ৷

২৩ মে (মঙ্গলবার) বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুদীপ্ত সরকার সূর্য ও সাধারণ সম্পাদক শিপন বাড়াইক ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছে।

কমিটিতে আরো রয়েছেন সদস্য হিসেবে জয় রায়, দিপ্ত কুমার দাস, মিথুল চন্দ, প্রান্ত মজুমদার, উপম ব্যানার্জী অর্ঘ্য, অজয় দেবনাথ, কৃষান চক্রবর্তী, প্রকাশ পাল, সুষ্ময় দাস, জয়েস দত্ত, শ্রীলা দাস, আকাশ রঞ্জন রায়, স্বর্ণালী পাল, ইভেন দত্ত জিৎ, সুদীপ্ত পাল, প্রদিপ আচার্য্য নিরব, গৌরব দাস, পলাশ সরকার, সিমন চন্দ্র দাস, প্রণব চন্দ্র দাস, রুহি পাবন বর্মন, পার্থ মজুমদার।

নবগঠিত আহ্বায়ক অর্নব সিংহ রায় বলেন, সংখ্যালঘুদের পাশে থেকে, তাদের সাথে নিয়ে একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দেশ গড়ে তুলতে চাই।

সদস্য সচিব পিন্টু দাস বলেন, সাম্প্রদায়িকতা অবসানের পাশাপাশি সর্বজনীন শিক্ষার উপর বিশেষ জোর দিয়ে সংখ্যালঘুদের সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগাতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *