[ম্যাকনিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]
আজ ২৭ মে ২০২৩, শনিবার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা নগরীর চকবাজার এলাকার দৈনিক ও পাইকারি বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মসলাসহ নিত্যপণ্যের বাজারে তদারকি করা হয়। অভিযানে পেঁয়াজ, আদা, গরম মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর ক্রয় ভাউচার যাাচাই করা হয়। ক্রয়মূ্ল্য থেকে কারসাজি করে অতিরিক্ত মূল্যে এ নিত্যপণ্য বিক্রির প্রচেষ্টা হচ্ছে কিনা দেখা হয়। এছাড়াও মাংস, মুদি, কাঁচাবাজার ও হোটেলেও তদারকি কার্যক্রম চালানো হয়।
ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আজ মেসার্স মান্নান স্টোরকে ৪ হাজার টাকা, সুমিত ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং হোটেল ওয়াহিদকে ৩ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়। বেলা ১১টা থেকে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ তদারকি অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, চকবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও এএসআই জীবনের নেতৃত্বে চকবাজার পুলিশ ফাঁড়ির একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।